Three Poets Recreate Joy Goswami’s ‘Pagli, Tomar Shonge’ in Assamese and English
by Shalim M Hussain, Kazi Neel and Karishma Hazarika
by Shalim M Hussain, Kazi Neel and Karishma Hazarika

পাগলী, তোমার সঙ্গে (Pagli, Tomar Shonge)
by Joy Goswami
পাগলী, তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধুলোবালি কাটাব জীবন
এর চোখে ধাঁধা করব, ওর জল করে দেব কাদা
পাগলী, তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দু’কদম।
অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে
তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন
পাগলী, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ৪২ কাটাব জীবন।
মেঘে মেঘে বেলা বাড়বে, ধনে পুত্রে লক্ষ্মী লোকসান
পুষিয়ে তুমি রাঁধবে মায়া প্রপন্ঞ্চ ব্যন্জ্ঞন
পাগলী, তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে ঝোলভাত জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মাংসরুটি কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে বই দেখব প্যারামাউন্ট হলে
মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্রসদন
পাগলী, তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে কলাকেন্দ্র কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘কী মিথ্যুক’ কাটাব জীবন।
এক হাতে উপায় করব,দুহাতে উড়িয়ে দেবে তুমি
রেস খেলব জুয়া ধরব ধারে কাটাব সহস্র রকম
লটারি, তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাব
লটারি, তোমার সঙ্গে মেঘধন কাটাব জীবন।
দেখতে দেখতে পূজা আসবে, দুনিয়া চিত্কার করবে সেল
দোকানে দোকানে খুঁজব রূপসাগরে অরূপরতন
পাগলী, তোমার সঙ্গে পূজাসংখ্যা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে রিডাকশনে কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ফুলপেজ কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে লে আউট জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লে হালুয়া কাটাব জীবন।
কবিত্ব ফুড়ুত্ করবে, পিছু পিছু ছুটব না হা করে
বাড়ি ফিরে লিখে ফেলব বড়ো গল্প উপন্যাসোপম
পাগলী, তোমার সঙ্গে কথাশিল্প জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে বকবকম কাটাব জীবন।
নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে চুরিয়ে
ধরা পড়ব তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্তা চরম
পাগলী, তোমার সঙ্গে ভ্যাবাচ্যাকা জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে হেস্তনেস্ত কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে পাপবিদ্ধ জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ধর্মমতে কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে পূজা বেদি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে মধুমালা কাটাব জীবন।
দোঁহে মিলে টিভি দেখব, হাত দেখাতে যাব জ্যোতিষীকে
একুশটা উপোস থাকবে, ছাব্বিশটা ব্রত উদযাপন
পাগলী, তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে শ্যাওড়াফুলি জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে শ্যামনগর কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে রেল রোকো জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে লেট স্লিপ কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাব
আমি কিনব ফুল, তুমি ঘর সাজাবে যাবজ্জীবন
পাগলী, তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে জয় কিষান কাটাব জীবন।
সন্ধ্যেবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা
হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন
পাগলী, তোমার সঙ্গে ব্রক্ষ্মচারী জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে আদম ইভ কাটাব জীবন।
পাগলী, তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাব জীবন
পাগলী, তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাব জীবন।
এর গায়ে কনুই মারব রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে
এটা ভাঙলে ওটা গড়ব, ঢেউ খেলব দু দশ কদম
পাগলী, তোমার সঙ্গে ধুলোঝড় জীবন কাটাব
পাগলী, তোমার সঙ্গে ‘ভোর ভয়োঁ’ কাটাব জীবন।
Pagli, With You
Adapted by Shalim M Hussain
Pagli I will live la vie terrible with you
Pagli I will live sand and dust with you
Will bedazzle someone’s eye, will muddy someone else’s water
Pagli I will walk two steps to make waves with you
Unease will reach a height; hawks and crows will dump us
You will let plates and bowls slip, I will break glass cutlery
Pagli I will live the Partition with you
With you I will live 1942 too.
The sun will grow in clouds; wealth, grain, sons will deplete
You will gather losses and bind a new alphabet
Pagli I will live life tenfold with you
With you I will live a siesta too.
Pagli I will live onion and rice with you
Pagli I will live roti chicken with you
Pagli I will live ignorance with you
With you I will live the alphabet too.
Pagli I will wait outside the Central Library for you
And sometimes for a change at Sahitya too
Pagli I will live Kamani with you
With you I will live LTG too.
Pagli I will live All India Radio with you
Pagli I will live Doordarshan with you
Pagli I will see, hear, touch no evil with you
With you I will live fake news too.
I will carry hope in one hand, with the other you will let it fly
I will race, I will gamble, I will seek out
Ponzi schemes. With you I will play kabutarbaazi
With you I will bet on marbles too
Time will pass, Holi will come, and the world will scatter
I will run from shop to shop for eco-friendly gulal
Pagli, I will live the Diwali special episode with you
With you I will live the End of Reason sale too
Pagli I will evade Facebook ads for you
Pagli I will bear intrusive advertising for you
Pagli I will spend IPL evenings with you
With you I will #instacricket too
Poetry will go for a toss, I will huff for words
Then come home with long fiction on my breath
Pagli, I will live an illustrated edition with you
With you I will live regular columns too.
At the garden of six senses I will find a new squeeze
And lose all my senses under your sandals
Pagli I will live disorientation with you
With you I will live full and final settlement too.
Pagli I will live in sin with you
Pagli I will live piety with you
Pagli, I will live Akshardham with you
With you I will live Nicholson too.
We will run Netflix marathons, visit the same Palmist
Observe twenty one fasts, thirty one day Ramzans
Pagli I will live rented accommodation with you
With you I will live a 3BHK life too.
Pagli I will live Vijaynagar Double Storey with you
Pagli I will live Zakir Nagar with you
Pagli I will live jail bharo andolan with you
With you I will live pinjra tod too.
Pagli I will go over the rainbow with you
I will buy flowers, you will get Surajkund vases
Pagli I will live Jai Jawan with you
With you I will live Jai Kisan too.
Evenings will be for tiffs: beds will separate
For weeks there will be silence and sudden unions at midnight
Pagli I will play chastity with you
Pagli I will live Adam, Eve and Seth with you.
Pagli, I will live Ramrajya with you
Pagli I will long live the republic with you
Pagli I will live skin and bones with you
With you I will live tooth to tooth too.
I will elbow my way, push out everyone else
If one breaks, I will raise another for you;
Pagli I will play ten feet of waves with you
Pagli I will live a sandstorm with you
Pagli I will live perfect calm with you.
পাগলী, তোমাৰ স’তে (Pagli, Tomar Xote)
by Karishma Hazarika, Kazi Neel
পাগলী, তোমাৰ স’তে ভয়াৱহ জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে ধূসৰিত কটাম জীৱন
যাৰ চকুত ধূলি দিম, তাৰ কৰিম পানী ঘোলা
পাগলী, তোমাৰ স’তে
নাও-নদী খেলিম দুদিনমান
অশান্তিয়ে চুব চৰম সীমা,
কাউৰী চিলনী দূৰতে বিদূৰ
তুমি দলিয়াবা কাঁহৰ কাঁহী, মই ভাঙিম কাঁচৰ বাচন পাগলী,তোমাৰ স’তে
অসম আন্দোলন জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে ‘৮৩ কটাম জীৱন
মেঘে মেঘে আবেলি হ’ব,
ধনে পুত্ৰে লক্ষ্মী লোকচান
লোকচান সামৰি তুমি ৰান্ধিবা মায়া প্ৰপঞ্চ ব্যঞ্জন
পাগলী, তোমাৰ স’তে নামধৰ্ম জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে দিবানিদ্ৰা কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে নিমখ-ভাত জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে হাঁহে-মাহে কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে অনাখৰী জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে স্বল্পশিক্ষা কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে চিনেমা চাম উদেষ্ণা হলত
মাজে মাজে ৰুচি সলাই আৰ্টিষ্ট গীল্ড ৰবীন্দ্ৰভৱন
পাগলী, তোমাৰ স’তে সংগীত নাটক জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে কলাক্ষেত্ৰ কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে শৰাইঘাট জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে লাষ্ট-গেট কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে নিত্য-সঁচা জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে গোকাট্ মিছা কটাম জীৱন
এহাতে ঘটি আনিম, দুয়োহাতে উৰুৱাবা তুমি
তীৰ খেলিম জুৱাত হাৰিম ডুব যাম সহস্ৰ ঋণত
লটাৰী, তোমাৰ স’তে ধনধানে জীৱন কটাম
লটাৰী, তোমাৰ স’তে বন্ধন-গোট জীৱন কটাম
চাওঁতে চাওঁতে বিহু আহিব, বজাৰে মেলিব পোহাৰ
দোকানে দোকানে বিচাৰি যাম বুটা বছা মেজাঙ্কৰী সপোন
পাগলী, তোমাৰ স’তে বসন্তসংখ্যা জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে ৰাহিমূল্য কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে অসম্পাদিত জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে পূৰ্ণপৃষ্ঠা কটাম জীৱন
পাগলী তোমাৰ স’তে পুনৰ মুদ্ৰণ জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে ধোঁৱা-চাং কটাম জীৱন
কবিত্ব গ’লে যাওক গুচি, পিচে পিচে নাযাওঁ লৱৰি
ঘৰলৈ উলটি লিখি পেলাম সুদীৰ্ঘ গল্প উপন্যাসোপম
পাগলী, তোমাৰ স’তে কথাশিল্প জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে কথাচহকী কটাম জীৱন
নতুন প্ৰেয়সীৰ স’তে লগ কৰিম লুকাই চুৰকৈ
ধৰা পৰি তোমাৰ হাতত লাঞ্ছনা ভীষণ
পাগলী, তোমাৰ স’তে থৰ-কাছুটি জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে হেস্তনেস্ত কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে পাপগ্ৰস্ত জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে ধৰ্মমতে কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে গোঁসাইঘৰ জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে মধুমালতী কটাম জীৱন
দুয়ো মিলি টিভি চাম, হাত দেখুৱাম জ্যোতিষীক
একৈশটা লঘোন, ছাব্বিশটা ব্ৰত উদযাপন
পাগলী, তোমাৰ স’তে ভাড়াঘৰ জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে নিজ-বাসগৃহ কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে কটাবাৰী জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে জালুকবাৰী কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে অসম বন্ধ জীৱন কটাম
পাগলী, তোমাৰ সৈতে নিদ্ৰাবিহীন কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে আশাব্যঞ্জক জীৱন কটাম
মই আনিম জাপি-শৰাই, তুমি সজাবা ঘৰ আজীৱন
পাগলী, তোমাৰ স’তে
জয় আই অসম জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে
জাতি-মাটি-ভেটি কটাম জীৱন
সন্ধিয়া হ’লে কাজিয়া হ’ব, হ’ব দুই বিছনা বেলেগ
মাহ-পষেক মাত-বোল বন্ধ,
শেষৰাতি আকস্মিক মিলন
পাগলী, তোমাৰ স’তে ব্রহ্মচাৰী জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে আদম-ইভ কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে ৰামৰাজ্য জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে প্ৰজাতন্ত্ৰী কটাম জীৱন
পাগলী, তোমাৰ স’তে হাড়ে-ছালে জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে দাঁতে-দাঁত কটাম জীৱন
কাৰোবাক লেং মাৰি পেলাম, কাৰোবাক গতিয়াই মোকলাম বাট
এটা ভাগিলে আন এটা গঢ়িম, ঢৌতে খেদি ফুৰিম জীৱন
পাগলী, তোমাৰ স’তে ধূলি-ধুমুহা জীৱন কটাম
পাগলী, তোমাৰ স’তে অৰুণোদই কটাম জীৱন
Kazi Neel is a poet and photographer based in Assam. He is pursuing his Masters in Cultural Studies in Tezpur University.
Karishma Hazarika is a poet and doctoral candidate in the Department of Assamese, Gauhati University.
Shalim M Hussain is a writer, translator and researcher based in Guwahati and New Delhi.